প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ইন্তেকাল
চাঁদপুর শহরের চৌধুরীপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক থানা কমান্ডার আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল ৩ জানুয়ারি ভোর ৪টা ১০ মিনিটের সময় তিনি অসুস্থতাজনিত কারণে চৌধুরী পাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরে গতকাল দুপুর ১টায় চাঁদপুর সদর উপজেলার এসি ল্যান্ড-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা মরহুম আব্দুল মান্নানকে গার্ড অব অনার প্রদান করেন। বাদ জোহর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদ মাঠে তার প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর কাজিরবাজার এলাকায় ২য় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আব্দুল মান্নান দুই বছর পূর্বে স্ট্রোক করেন। পরে চিকিৎসা নিয়ে তিনি বাসায় অবস্থান করেন। এক পর্যায়ে তার ডান হাত ও পায়ের শক্তি কমে যায়। এ অবস্থায় দীর্ঘ ২ বছর বাসায় শয্যাসায়ী ছিলেন।
মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগ নেতার মৃত্যুতে
ডাঃ দীপু মনির শোক
চাঁদপুর সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোরশেদ আলম মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শোক বার্তায় মরহুমদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।