রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির প্রতি সদস্যকে ২০ হাজার টাকা করে লভ্যাংশ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির প্রতি সদস্যকে ২০ হাজার টাকা করে লভ্যাংশ বিতরণ

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির ১৭১ জন সদস্যের মাঝে মোট ৩৪ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গত ২ ডিসেম্বর বেলা ১১টায় চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন খানের উপস্থাপনায় উক্ত সমিতির ১৭১ জন সদস্যের ২০ হাজার টাকা করে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউছুফ গাজী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আয়কর আইনজীবী আলহাজ্ব শাহ মোঃ আঃ কুদ্দুছ, কাউন্সিলর সোহেল রানা, উপদেষ্টা আঃ বাতেন মিয়াজী, বাচ্চু হাওলাদার, অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, শাহিন ভূঁইয়া, শাহিন চৌধুরী, দ্বীন ইসলাম ক্বারী ও হারুন মোল্লা।

আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি জাকির লস্কর, সাবেক সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, ব্যবসায়ী ইউনুছ খান, রহিম বেপারী, সেলিম হাওলাদার, সমিতির সিনিয়র সহ-সভাপতি মাসুদ বেপারী, সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, সহ-সম্পাদক নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রতন, কোষাধ্যক্ষ মানিক ঢালী, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, প্রচার সম্পাদক ফরিদ গাজী, কার্যকরী সদস্য মোঃ আরিফ হোসেন, বিল্লাল হোসেন ও সোহাগ বেপারী।

উল্লেখ্য, চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির মোট ১৭৩ সদস্যদের মধ্যে প্রতি সদস্যকে ২০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ ২০ হাজার টাকা সমিতির পক্ষ থেকে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়