প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বৃদ্ধা ও এক তরুণের লাশ উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার বালিয়া দক্ষিণ ইউনিয়নের গুলিশা গ্রাম থেকে অঞ্জু রাণী দাস (৬০) নামে এক বৃদ্ধার গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ এবং চাঁদপুর পৌর এলাকার পুরাণবাজার নিতাইগঞ্জ সুরুজ মহল এলাকার শাকিব (২১) নামে এক তরুণের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানা সূত্রে এ তথ্য জানা যায়। দুটি ঘটনাই আত্মহত্যা বলে জানায় পুলিশ।
গতকাল রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের দক্ষিণ গুলিশা গ্রামের ধোপা বাড়ির একটি কাপিলা গাছ থেকে গলায় ফাঁস লাগানো অঞ্জু রাণী দাস (পিতা মৃত নিত্য গোপাল দাস)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা স্বামীর সন্তান কেউ নেই। বাপের বাড়িতেই থাকতেন।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই রহিমা বেগম সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অপর ঘটনা ঘটে একই দিন সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ সুরুজ মহল মাঝির বাড়িতে।
এ বাড়ির ভাড়াটিয়া নতুন রাস্তার চা দোকানী ছলেমানের ছেলে শাকিব তাঁর স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুরাণবাজার ফাঁড়ি পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। দুটি ঘটনায় আইনগত প্রক্রিয়ায় মৃতদেহের সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে থানার ডিউটি অফিসারের কক্ষ থেকে জানানো হয়।