প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে যে রাস্তা ২০ বছরেও সংস্কার হয়নি!
মাত্র এক কিলোমিটার পাকা রাস্তাটি গত ২০ বছরেও হয়নি সংস্কার। এতে করে রাস্তাজুড়ে হয়ে আছে খানাখন্দ, আর বর্ষার সময় হয় হাঁটু পানি ও হাঁস বেড়ানোর স্থান। এমন অবস্থা বিরাজ করে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের উত্তর আষ্টা দিঘিরপাড় মার্কেট হতে তাম্রশাসন ঠাকুর বাজার রাস্তায়।
স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই রাস্তাটি বড়গাঁও হাইস্কুল, বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, গল্লাক ডিগ্রি কলেজ, শোল্লা স্কুল এন্ড কলেজ, আষ্টা মহামায়া উচ্চ বিদ্যালয়, আষ্টা মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্যে শত শত ছাত্র-ছাত্রীসহ এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। কিন্তু দীর্ঘ ২০ বছরেও রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ। রাস্তাটি দীর্ঘদিন বেহাল দশায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে আছে। এ সময় স্থানীয়রা জানায়, গত ২০ বছর আগে সাবেক এমপি মরহুম আলমগীর হায়দার খান ক্ষমতায় থাকাকালীন উত্তর আষ্টা দিঘিরপাড় মার্কেট হতে তাম্রশাসন ঠাকুর বাজার পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়। কিন্তু অদ্যাবধি রাস্তাটি আর সংস্কার করা হয়নি। এলাকার জনৈক ঠিকাদার বলেন, এ ধরনের রাস্তা তিন/চার বছর পরপরই সংস্কার করার নিয়ম আছে। কিন্তু কী কারণে এই রাস্তাটি ২০ বছরেও সংস্কার করা হয় না তা আমার বোধগম্য নয়। এ সময় এলাকার আব্দুর রব, নূরে আলম, আব্দুর রশিদ সহ কয়েকজন বয়োবৃদ্ধ ব্যক্তি জানান, ২০ বছর আগে আলমগীর হায়দার খান সাহেবের আমলে এই রাস্তা পাকা হয়েছে। তারপর অদ্যাবধি সংস্কার করা হয়নি, তাই তারা চলাচল করতে পারতেছেন না।
অন্য আরেকজন বয়োবৃদ্ধ বলেন, রাস্তাটি খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার কারণে এই রাস্তা দিয়ে কোনো রকম গাড়িই ঢুকতে চায় না। আর গাড়িগুলো না ঢোকার কারণে আমাদের এই এলাকা থেকে জটিল ও কঠিন রোগীদের জেলা সদরে অথবা উপজেলা সদরের কোনো হাসপাতাল নিতে কঠিন বিপদের মধ্যে পড়তে হয়। ভুক্তভোগীরা জানান, এই এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় এবং কলেজে যেতে ব্যাপক সমস্যা হচ্ছে। তাই জরুরিভাবে তারা তাদের এই রাস্তাটি সংস্কারের দাবি করেন।