বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অযাচক আশ্রমে আজ ও কাল দুদিনব্যাপী স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব

স্টাফ রিপোর্টার ॥
অযাচক আশ্রমে আজ ও কাল দুদিনব্যাপী স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব

কোটি ভক্ত হৃদয়ের প্রাণের স্পন্দন অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে তাঁরই পুণ্য জন্মস্থান চাঁদপুর পুরাণ আদালতপাড়াস্থ অযাচক আশ্রমে আজ ও কাল দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আজ ২৫ ডিসেম্বর সোমবার উৎসব অধিবাস দিবস উপলক্ষে ভোর ৫টায় আশ্রম অঙ্গনে প্রেমধ্বনি, শংখধ্বনি ও উলুধ্বনি সহকারে আরতি কীর্ত্তন ও অঞ্জলি প্রদান। ভোর ৬টায় পুরাণবাজার পূর্ব শ্রীরামদী দাসপাড়া হতে হরিওঁ কীর্ত্তন সহকারে পুরাণবাজার প্রদক্ষিণ শেষে পুরাণবাজার লোহারপুল সংলগ্ন গুরু ভ্রাতা নির্মল দাসের বাড়িতে প্রত্যাবর্তন। সকাল ১১টায় আশ্রম অঙ্গনে প্রেমধ্বনি, শংখধ্বনি, উলুধ্বনি সহকারে শ্রীবিগ্রহ ও শ্রীশ্রী বাবামণির পুণ্য প্রতিচ্ছবি স্থাপন। বিকেল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে নীরব নাম জপ যজ্ঞ, ব্রহ্মগায়ত্রী গীত ও হরিওঁ কীর্ত্তন, মাতৃসম্মেলন ও স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান।

কাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার আশ্রম অঙ্গনে ভোর ৬টায় ঊষা কীর্ত্তনাঞ্জলি ও হরিওঁ কীর্ত্তন, সকাল ৮টায় নবীন যুগের নববেদ, শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠ, অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের বিশেষ সমবেত উপাসনা। সকাল সাড়ে ১০টায় হরিওঁ কীর্ত্তন সহযোগে চাঁদপুর শহরে নগর পরিক্রমাসহ সম্প্রীতি র‌্যালী। দুপুর ১২টায় চরিত্রগঠন আন্দোলন শীর্ষক ধর্মীয় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিদগ্ধ আলোচকবৃন্দ। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ ও হরিওঁ কীর্ত্তন। সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।

আয়োজিত অনুষ্ঠানসমূহে জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট এবং বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সেবক সেবিকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়