প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
৫টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ আজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুর জেলার ৫টি আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৯ জন প্রার্থী নির্বাচনী প্রতীক পেতে যাচ্ছেন। ১৮ ডিসেম্বর সোমবার এসব প্রতীক বরাদ্দ করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান। ৭ জানুয়ারি নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিতে দলীয় মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রতীক পাচ্ছেন। এর মধ্যে রয়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাইফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ড. সেলিম মাহমুদ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ সেলিম প্রধান।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে রয়েছেন আওয়ামী লীগের মোফাজ্জল হোসাইন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর মোঃ মনির হোসেন, জাতীয় পার্টির মোঃ এমরান হোসেন মিয়া, জাসদের মোঃ হাছান আলী সিকদার ও স্বতন্ত্র এম ইসফাক আহসান।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে রয়েছেন স্বতন্ত্র ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের ডাঃ দীপু মনি, জাতীয় পার্টির মোঃ মহসীন খান, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মোঃ মাইনুদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-এর মোঃ মিজানুর রহমান ও স্বতন্ত্র মোঃ রেদোয়ান খান।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে রয়েছেন জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ, স্বতন্ত্র জালাল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের মুহাম্মদ শফিকুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আব্দুল গনি, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, স্বতন্ত্র ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, তৃণমূল বিএনপির মোঃ আব্দুল কাদির তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর ড. মোহাম্মদ শাহজাহান।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মেজর রফিকুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, স্বতন্ত্র গাজী মাঈনুদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-এর বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, স্বতন্ত্র মোহাম্মদ সফিকুল আলম ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের জন্যে স্বতন্ত্র প্রার্থী হতে অনেককেই উৎসাহিত করা হয়েছে। দল থেকে কাউকে বাধা দেয়া হবে না। আমাদের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীদের উপর কোনো চাপও থাকবে না।