সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

জেলা জাপা নেতা সফিউল আজম শাহজাহানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥
জেলা জাপা নেতা সফিউল আজম শাহজাহানের ইন্তেকাল

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর শহরের মিশন রোডস্থ মেয়ের বাসায় চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি সফিউল আজম শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬৫ বছর। তিনি ৪ মেয়ে ও ১ ছেলের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। সফিউল আজম শাহজাহান ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। তিনি শিক্ষা জীবন শেষে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করে শেষ অবধি উক্ত কলেজ থেকে কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেন।

তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত যুব সংগঠন জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ধাপে ধাপে জাতীয় যুব সংহতি ও জাতীয় পার্টির বিভিন্ন দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

আজ ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় মরহুম সফিউল আজম শাহজাহানের জানাজা চাঁদপুর সদর উপজেলার গাছতলা খান বাড়ি প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

শোক প্রকাশ

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি সফিউল আজম শাহজাহানের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখ, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ শওকত আখন্দ আলমগীর, যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডঃ মহসীন খান।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়