প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ আরো নেতা-কর্মীর জামিন
ভূমিকায় বিএনএম মহাসচিব ড. শাহজাহান
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি মুজিবুর রহমান দুলালসহ ১১জন নেতা-কর্মীর জামিনের পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেনসহ বেশ ক’জনের জামিন হয়েছে। এই জামিনের ক্ষেত্রে মুখ্য ভূমিকায় ছিলেন মানবাধিকার নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মহাসচিব ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ শাহজাহান।
জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকার ওয়ারি থানার নং ১৭(১০)২৩-এর হাজতী আসামী ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেনসহ উপজেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী যথাক্রমে নাজিম উদ্দিন সুমন, হেলাল সরকার, রমজান প্রধানীয়া, জাকির হোসেনসহ প্রমুখের সংশ্লিষ্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন মঞ্জুর করে কেরানীগঞ্জ কারাগার জেলখানা থেকে বের করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমণ্ডএর মহাসচিব ও দলীয় মুখপাত্র ড. মোঃ শাহ্জাহান বলেন, আমার এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন। আমি এবং আমার সাথের আইনজীবীদের প্রচেষ্টার মাধ্যমে এ নিয়ে দুই দফায় বিএনপি নেতা-কর্মীরা মুক্ত হলো। চাঁদপুরের জেলে অবস্থান করা বিএনপিসহ বিরোধী জোটের সকল নেতা-কর্মীরাও খুব সহসাই জামিন পেয়ে বেরিয়ে আসবে।
তিনি আরো বলেন, অতীতেও যেমনি তিনি চাঁদপুর ও ফরিদগঞ্জের সর্বস্তরের জনসাধারণের পাশে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।