প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভে মাউশির ডিজির পুষ্পস্তবক অর্পণ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমদ চাঁদপুর সরকারি কলেজের বঙ্গবন্ধু স্মারক স্তম্ভে ১৩ ডিসেম্বর (বুধবার) দুপুর ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মাউশির পরিচালক (প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, প্রফেসর সোমেশ কর চৌধুরী (পরিচালক, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা), প্রফেসর ওয়াহিদুজ্জামান (উপ-পরিচালক, কলেজ-১), পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিপুল চন্দ্র বিশ্বাস (উপ-পরিচালক), চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইকবাল উর রহিম, রূপক রায় (সহকারী পরিচালক, মাউশি)সহ আরো অনেকে। পুষ্পস্তবক অর্পণ শেষে ডিজি মহোদয় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। তিনি বর্তমান শিক্ষা কারিকুলাম বিষয়ে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।