সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে সাংবাদিক ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় নবাগত ইউএনও তাপস শীল

সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের অবদান অনস্বীকার্য

হাজীগঞ্জ ব্যুরো ॥
সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের অবদান অনস্বীকার্য

হাজীগঞ্জে নবযোগদানকৃত ইউএনও তাপস শীল সাংবাদিক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন। তিনি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এ সভা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিকের সঞ্চালনায় এইদিন দুপুরে উপজেলা ই-সেন্টারে প্রথমে সংবাদকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও তাপস শীল বলেন, পারস্পরিক সহযোগিতা থাকলে এবং উদ্দেশ্য সৎ হলে হাজীগঞ্জ আরো এগিয়ে যাবে।

সংবাদকর্মীদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। যেন কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই ব্যবস্থা নিতে পারি। এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সংবাদকর্মীদের তথ্য প্রচার করে সহযোগিতার আহ্বান জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের সভাপ্রধানে শিক্ষকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও তাপস শীল বলেন, আপনাদের একজন সহযোগী হিসেবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সকাল ৬টা হোক কিংবা রাত ৩টা, প্রয়োজন মনে হলে আমাকে ফোন দিবেন।

তিনি বলেন, সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার হার বাড়ালেই হবে না, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। এজন্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত ম্যানেজিং কমিটির সভা ও অভিভাবক সমাবেশ করবেন এবং সমাবেশে আমাদের অবহিত করলে আমরা উপস্থিত থাকবো।

তিনি আরো বলেন, পাবলিক পরীক্ষার পূর্বে নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত পরীক্ষা কঠোরভাবে নেয়ার ব্যবস্থা করবেন। তাহলে শিক্ষার্থীদের পূর্ব প্রস্তুতি হয়ে যাবে এবং পড়ালেখার প্রতি শিক্ষার্থী আন্তরিক হবে। বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব চালু রাখবেন। নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রাখবেন। শিক্ষার্থী যেন টাকার অভাবে পড়ালেখা ছেড়ে না দেয়, সেদিকে খেয়াল রাখবেন।

মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম আলী মুজিব ও গীতা থেকে পাঠ করেন সুজন দাস। এরপর সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন খালেকুজ্জামান শামীম, কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, খন্দকার আরিফ, পাপ্পু মাহমুদ, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয়, মজিবুর রহমান রনি প্রমুখ।

এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, সাংবাদিক হাসান মাহমুদ, এসএম চিশতী, ইমাম হোসেন হীরা, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন শামীম, মোহাম্মদ হাবীব উল্যাহ্, মেহেদী হাসান, মঞ্জুর আলম পাটওয়ারী, গাজী মহিন উদ্দিন, হুমায়ুন কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্নিমল দেউরীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনাতয়নে শিক্ষকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাকির হোসেন ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।

আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল, প্রধান শিক্ষকদের পক্ষে হাটিলা টঙ্গিরপাড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন সরদার প্রমুখ।

সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আবু বকর সিদ্দীক ও গীতা থেকে পাঠ করেন শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুলশী রাণী পাল। এ সময় কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল হক পাটওয়ারী, রামচন্দ্রপুর কাশেমিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামছুদ্দোহা, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তী, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উচ্চঙ্গা দাখিল মাদ্রাসার সুপার শাহপরান মজুমদার, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, আল বান্নার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হোসাঈনুল আজম, বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়