সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ডাঃ দীপু মনির সাথে চাঁদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মতবিনিময়

স্মার্ট বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক স্মার্ট হবে

স্টাফ রিপোর্টার ॥
স্মার্ট বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক স্মার্ট হবে

চাঁদপুর-৩ আসনের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সাথে মতবিনিময় সভা করেছেন। ১২ ডিসেম্বর বিকেলে পুরানবাজার ডিগ্রি কলেজের হলরুমে ‘স্মার্ট চাঁদপুর, তারুণ্যের দীপ মনি’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিতর্ক সংগঠক সাব্বির আজমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

এরপর মুক্ত আলোচনায় অংশ নেন প্রায় পাঁচ শতাধিক তরুণ ও তরুণী। তারা তারুণ্যের দীপু মনিকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। দীপু মনি বিভিন্ন সংগঠনের অনেক তরুণ-তরুণীর বক্তব্য মনোযোগ সহকারে শুনেন। প্রত্যেকের কথায় উঠে আসে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের চাওয়া-পাওয়া। তারা বলেন, নান্দনিক চাঁদপুরে তাদের চাওয়া-পাওয়ার কথা। আগামীর বাংলাদেশ কেমন হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশের প্রত্যেকটি বিষয় স্মার্ট হবে। সকলে মিলে এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। এ দেশটা একজনের পক্ষে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়। সকলের সহযোগিতায় ও সকলে মিলে দেশটা সামনে এগিয়ে নিতে হবে। আমাদের উন্নয়নশীল দেশের এখন অনেক কিছুই স্মার্ট হয়েছে। দেশে হাইটেক পার্ক হয়েছে, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, স্মার্ট শিক্ষায় শিক্ষার্থীরা শিক্ষিত হচ্ছে। এখন আমাদের সকলের উচিত দেশের এই উন্নয়নকে আরো গতিশীল করা। শিক্ষামন্ত্রী আরো বলেন, আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমি প্রতিনিয়ত আপনাদের সাথে যোগাযোগ রাখবো। আপনারাও আমার সাথে যোগাযোগ রাখবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাছরিন আক্তার, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি সামীম আহমেদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, পুরানবাজার কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়