সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাফল্য

৩১টি স্মার্টফোন উদ্ধার ও হস্তান্তর করেছে পুলিশ

মিজানুর রহমান ॥
৩১টি স্মার্টফোন উদ্ধার ও হস্তান্তর করেছে পুলিশ

চাঁদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩১টি স্মার্ট মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, উদ্ধারকৃত স্মার্টফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমার তত্ত্বাবধানে চাঁদপুর জেলা পুলিশ সাইবার ক্রাইম ইউনিট হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে। যা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইউনিট, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩১টি স্মার্টফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা চাঁদপুরবাসীকে জানাতে চাই, পুরোনো ফোন ক্রয়ের ব্যপারে সতর্ক হোন। কারণ, এই ফোনগুলোর সাথে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। তাই পরিচিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া ফোন ক্রয় করবেন না। কারো ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করুন এবং সাইবার ক্রাইম ইউনিট, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরে যোগাযোগ করুন। চাঁদপুর জেলা পুলিশের হারিয়ে যাওয়া ফোন উদ্ধারের এই অভিযান অব্যাহত থাকবে।

ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা চাঁদপুর জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিট, চাঁদপুর প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়