সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চালককে হত্যা করে কাভার্ডভ্যান চাঁদপুরে নিয়ে আসে ঘাতকরা

জব্দকৃত গার্মেন্টস সামগ্রীর রহস্য উদ্ঘাটন

গোলাম মোস্তফা ॥
চালককে হত্যা করে কাভার্ডভ্যান চাঁদপুরে নিয়ে আসে ঘাতকরা

চাঁদপুর সদর মডেল থানার অভিযানে উদ্ধারকৃত ২২৮ কার্টন গার্মেন্টসের মালামাল জব্দের ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। প্রাথমিক তথ্যে গাড়ি চালককে হত্যা করে গাড়িটি ছিনতাই করা হয়েছে বলে জানা গেছে। আরও জানা যায়, গাজীপুরের ক্রিস্টাল গার্মেন্টসে নারীদের জন্যে তৈরিকৃত গোপন পোশাকের ৩২৮ কার্টনসহ কাভার্ডভ্যান ছিনতাই করার পূর্বে ছিনতাইকারী চক্র প্রথমে উক্ত কাভার্ডভ্যানের চালককে হত্যা করে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চালকের লাশ ফেলে কাভার্ডভ্যানটি চাঁদপুরে নিয়ে আসে।

ছিনতাইকারী চক্রের সদস্য রুবেলকে চাঁদপুর মডেল থানা পুলিশ সেই গার্মেন্টস মালামালসহ আটক করে।

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ কোটবাড়ি এলাকা থেকে ট্রাকচালক টাঙ্গাইল জেলার কাদেরের মৃতদেহ উদ্ধার করে। তারা ট্রাকচালক কাদিরের লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে কুমিল্লার পুলিশ চাঁদপুরে এসে কাভার্ডভ্যানটি তল্লাশি করে রক্তের চিহ্ন খুঁজে পায়।

তারপরেই এ রহস্যের জট খুলতে থাকে। এই ছিনতাইকারী চক্রের সাথে জড়িত চৌধুরী বাড়ির তপন চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী ও সেলিম চৌধুরী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এর সাথে জড়িত গ্যারেজ মালিক সেলিম চৌধুরী ও তার ভাই সুমন চৌধুরীকে ধরার জন্যে তৎপর রয়েছে পুলিশ।

এই ঘটনায় নিহত কাভার্ডভ্যান চালকের মেয়ে বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গাড়ির মালিক মোতাহার মিয়া জানান, গাজীপুর বাসস্ট্যান্ড থেকে বদলি ড্রাইভার কাদেরকে দিয়ে গাড়িটি পাঠানো হয়। ট্রান্সপোর্টের মাধ্যমে ১১ হাজার টাকা ভাড়া চুক্তিতে মাল চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠালে গাড়ির চালক কাভার্ডভ্যান নিয়ে উধাও হয়ে যায়। গাড়িচালকের মোবাইল বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে কুমিল্লায় চালককে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গাড়ি সব মাল ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় ছিনতাইকারী চক্রের সদস্যদের সাথে চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ মিজানুর রহমান চৌধুরী বাড়ির বাসিন্দা চট্টগ্রাম সিএসডি গোডাউনের চতুর্থ শ্রেণীর কর্মচারী সোহেল চৌধুরী জড়িত রয়েছে। তারা মিলেই এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়।

এদিকে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে প্রায়ই গার্মেন্টসের মালসহ বিভিন্ন পণ্য সামগ্রী উধাও হয়ে যায়। ছিনতাইকারী চক্রের সদস্যরা গাড়ির চালককে হত্যা করে পরিকল্পিতভাবেই মালগুলো চুরি করে চাঁদপুরে বিক্রির জন্যে নিয়ে আসে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়