সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁসক মাঠে বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট শুরু

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁসক মাঠে বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজের বাস্কেটবল মাঠে শুরু হয়েছে বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে অংশ নিয়েছে ৪টি দল। খেলার শুরুতে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া সকল শহীদসহ জেলার সাবেক বাস্কেটবল খেলোয়াড় খোরশেদ আলম ভূঁইয়ার স্মরণে ১ মিনিট নীরবতা পালনসহ দোয়ার আয়োজন করা হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এমএন মুরাদ।

১১ ডিসেম্বর সোমবার বিকেলে টুর্নামেন্টের খেলা শুরু হয়। খেলার শুরুতেই টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী কমিটির সদস্য অ্যাডঃ হেলাল হোসাইন।

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, কোষাধ্যক্ষ আবু নাসের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপ-কমিটির সভাপতি ও সাবেক ফুটবলার মনোয়ার চৌধুরী, সাবেক সাঁতারু নূরুল আফসার দুলাল, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক স্বপন কুমার, সাবেক বাস্কেটবল খেলোয়াড় আঃ মান্নানসহ ক্লাবগুলোর কর্মকর্তাসহ অন্যরা।

টুর্নামেন্টে অংশ নেয়া ৪টি দল হলো : চাঁদপুর বাস্কেটবল একাডেমী, চাঁদপুর সরকারি কলেজ, পূর্ব শ্রীরামদী ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র। প্রতিটি দলে ৮ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়