প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফরিদগঞ্জের যুবক আমির হোসেনের মৃত্যু
ঢাকার মহাখালী এলাকার রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ ডিসেম্বর সোমবার সকালে ফরিদগঞ্জের আমির হোসেন সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সুমন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মোঃ সেলিম শেখের ছেলে। তিনি ২ সন্তানের জনক।
বিষয়টি নিশ্চিত করে মৃত সুমনের ভাই মোঃ জামাল হোসেন বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবৎ রয়েল ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে চাকুরি করতো। গত ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ভাই আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করে সুমন।
ঢাকাতে সকল প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলেছে বলে জানিয়েছেন আমির হোসেন সুমনের মামাতো ভাই খোরশেদ আলম। এদিকে সুমনের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।