সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর থেকে ৮শ’ ৩৪ মেট্রিক টন আমন ধান ও ২৫শ’ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর থেকে ৮শ’ ৩৪ মেট্রিক টন আমন ধান ও ২৫শ’ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ

চাঁদপুর জেলা থেকে এবার সরকারি দামে ৮শ’ ৩৪ মেট্রিক টন আমন ধান ও প্রায় ২৫শ’ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাঁদপুর খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৩-২৪ ক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় এ তথ্য জানানো হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহ্ জামাল জানান, এ বছর জেলার চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ, মতলব উত্তর, শাহরাস্তি ও কচুয়া উপজেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৭১৮ মেট্রিক টন, আতপ চাল ৭৮০ মেট্রিক টন ও আমন ধান ৮৩৪ মেট্রিক টন।

২৩ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এসব ধান ও চাল সরকারিভাবে ক্রয় করা হবে। চাল সরবরাহের জন্য জেলার ১৬টি অটোরাইস মিল চুক্তিবদ্ধ হয়েছে।

জানা যায়, এ বছর আমন মৌসুমে ৩০ টাকা কেজিতে ধান ও ৪৪ টাকা দরে চাল কিনছে সরকার।

চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) ব্যবস্থাপক রবীন্দ্র লাল চাকমা জানান, জেলা সদরে কৃষক থেকে ৮৭ মেট্রিক টন আমন ধান ও এখানকার ১২টি রাইস মিলের মিলারদের কাছ থেকে ১ হাজার ৪৯১ মেট্রিক টন চাল সরকারি মূল্যে কেনা হচ্ছে। ১০ ডিসেম্বর হতে মিলারদের চাল গুদামে উত্তোলন শুরু হয়। অপর দিকে কৃষকের ধানও গুদামে উঠছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়