বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥

‘আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ি তুলি’ প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২২ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁদপুরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ জেলার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

সভায় বক্তারা বলেন, টেকসই ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে মালিক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্লোগান-সম্বলিত পোস্টারে মিলনায়তন সুসজ্জিত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’, ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’, ‘জেব্রাক্রসিং করলে ব্যবহার, নিশ্চিত হবে নিরাপত্তা সবার’, ‘চালকের হাতে মোবাইল ফোন, মৃত্যুঝুঁকিতে সবার জীবন’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়