প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসার নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন মুফতি এইচএম আনোয়ার মোল্লা। শনিবার (২১ অক্টোবর) তাকে মাদ্রাসাটির অধ্যক্ষ পদে পদায়ন করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
মুফতি এইচএম আনোয়ার মোল্লা ১৯৯৭ সালে এই মাদ্রাসায় প্রধান মুফতি হিসেবে যোগদান করেন। পরে তিনি এ মাদ্রাসায় ২০০৪ সাল থেকে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২৩ সালের ২১ অক্টোবর অধ্যক্ষ হিসেবে তাকে পদায়ন করা হয়েছে।
অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে মুফতি এইচএম আনোয়ার মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষায় ব্যাপক উন্নতি করেছেন। তিনি মাদ্রাসা শিক্ষাকে সমুন্নত রাখার জন্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই লক্ষ্যপূরণে আমি কাজ করে যাবো। আমি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখার জন্যে সব চেষ্টাই করবো।
তিনি ১৯৯৩ সালে ছারছীনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে মাস্টার্স সম্পন্ন করেন।