বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ কারাগারে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের সন্তান জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার ও আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। গত ১৮ অক্টোবর ঢাকা সমাবেশের আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শেওড়া পাড়া এলাকা থেকে কাফরুল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আবুল কালাম আজাদকে তার শেওড়া পাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাফরুল থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে করা আরেক মামলায়ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এ ছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘিরে জ্বালাও পোড়াওয়ের অভিযোগ রয়েছে। এর আগেও আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে আবুল কালাম আজাদ গ্রেফতার হয়ে কারাবরণ করেছিলেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বড় খান বাড়ি।

এদিকে তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় গ্রেফতারের তীব্র প্রতিবাদ, নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়