মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

বাইশ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার প্রান্তিক পর্ব সম্পন্ন
শামীম হাসান ॥

বর্ণিল আয়োজনে দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার ফরিদগঞ্জ উপজেলা পর্ব সম্পন্ন হয়েছে। জেলার পঞ্চম উপজেলা হিসেবে ২১ অক্টোবর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সনাতনী ধারায় প্রাথমিক, স্কুল ও কলেজের মোট বাইশটি দলের অংশগ্রহণে ফরিদগঞ্জ উপজেলায় প্রান্তিক (বাছাই) পর্বের বিতর্ক আয়োজন সম্পন্ন হয়। এদিন ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তন ও ফরিদগঞ্জ পৌরসভা মিলনায়তনে ৬টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি হাই স্কুল এবং ৪টি কলেজের অংশগ্রহণে মোট ১১টি বিতর্ক সম্পন্ন হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৮টায় আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ) ফরিদগঞ্জ শাখার সভাপতি প্রবীর চক্রবর্তীর স্বাগত ভাষণের পর প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। এ সময় তিনি তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা কখনো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি এবং বিতর্ক সম্পর্কে কোনো ধারণা নেই, তারা যত শিক্ষিতই হোক না কেন আমার মনে হয় তারা অসম্পূর্ণ থেকে যায়। বিতর্ক একজন শিক্ষার্থীকে ছোটবেলা থেকেই পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। যারা সাহস করে বিতর্ক করেন কিংবা বিতর্ক করেছেন, ভবিষ্যৎ জীবনে ভালো জায়গায় পৌঁছাতে তাদের পথচলা সহজ হয়ে উঠে। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিকেডিএফ সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

বেলা ১২টায় ছিলো ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং সমাপনী পর্ব। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের জীবনের পথচলায় বিশেষ প্রয়োজন। বিতর্ক একজন শিক্ষার্থীকে গড়ে তোলে। বিতর্ক বিনয়ী হতে শিখায়। অন্যের বিরোধিতা করছি, কিন্তু সেটিও যে সম্মানের সাথে করা যায় বিতর্ক সেটি শেখায়। দৈনন্দিন কথা বলতে যে বিনয়ী হওয়া দরকার--সেটি বিতর্ক করার মাধ্যমে অর্জন করা সম্ভব হয়। বিতর্ক অন্যকে সম্মান দিতে শেখায়। মেঘনা পাড়ের ইলিশের বাড়ি চাঁদপুরে বিতর্ক আন্দোলন এতোটাই বেগবান যে, এখন সারাদেশের বিতর্কেও নেতৃত্ব দিচ্ছে চাঁদপুর। ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম মাধ্যম বিতর্ক।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সভাপতি কাজী শাহাদাত, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যাপক রাধেশ্যাম কুরী, ফরিদগঞ্জ রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, সিকেডিএফের সদর উপজেলা সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, সিকেডিএফের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সিটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ ইলিয়াস মজুমদার সুমন, চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি মানিক পাঠান, বাচিকশিল্পী শামীম হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়