বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০

কাউকে শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেয়া হবে না
কামরুজ্জামান টুটুল ॥

কাউকে শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেয়া হবে না। সব দলেই বেঈমান-মোনাফেক থাকবে। এরা বিভ্রান্তি সৃষ্টি করবে। তারা বড় বড় বক্তব্য দিবে, এতে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আনন্দিত। আমার ভালো কাজে আপনারা সহায়তা করেছেন, সেজন্যে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সামনের দিনগুলোতে আপনাদের সহায়তা নিয়ে বেঁচে থাকতে চাই। মঙ্গলবার (১৮ অক্টোবর) হাজীগঞ্জের বাকিলা ও দ্বাদশগ্রাম ইউনিয়নে সরকারের উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভায় এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

বাকিলা ইউনিয়নে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এমএ খালেক মিয়ার সভাপ্রধানে মেজর রফিকুল ইসলাম এমপি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বছরের প্রথম দিন সরকার বই দিচ্ছে, তিনি না থাকলে পদ্মাসেতু হতো না। পদ্মাসেতুর মতো করে অসংখ্য মেগাপ্রকল্প করছে সরকার। সরকার মানুষের মঙ্গলের জন্যে কাজ করে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, ১৯৯৫-১৯৯৬ সালের দেশ আর এই সময়ের এই দেশ এক না। সেই সময় দেশে বিদ্যুৎ ছিলো না, আমি নিজে অনেক সভা করেছি মোমবাতি জ্বালিয়ে। এখন হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ১৯৯৬ সালে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ৭ কিলোমিটার পাকা রাস্তা ছিলো, এখন ৭শ’ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। ব্রিজ-কালভার্ট ছিলো না। ডাকাতিয়ায় একটি ছোট ব্রিজ ছাড়া কিছু ছিলো না। এখন ডাকাতিয়ার উপরে ১০টি ব্রিজ হয়েছে। দুই উপজেলায় ৮শ’ ব্রিজ-কালভার্ট করেছি। শাহরাস্তিতে ডিজিটাল এক্সচেঞ্জ হয়েছে। পৌরসভা হয়েছে। দুই উপজেলার ৬৫০ প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ভবন হয়েছে। অসমাপ্ত যেটুকু কাজ বাকি আছে তা এক বছরের মধ্যে করা হবে।

এর আগে একই দিন দুপুরে সাড়ে ১১টায় দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মজুমদার ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও আব্দুর রব খোকন বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ সেলিম, স্বপন কুমার পাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল প্রমুখ।

বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম খান রনি প্রমুখ।

দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়ার সভাপ্রধানে আয়োজিত সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ কাউছার আহমেদ, আওয়ামী লীগ নেতা মোঃ আহসান খান, জুলহাস মোল্লা, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দ্বাদশগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী খাদিজা আক্তার, ইঞ্জিঃ বিএইচ রিপন, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এবং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহনেওয়াজ মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোঃ মাহবুব আলম। এ সময় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনভর অনুষ্ঠিত সভা-সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়