প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় অবৈধভাবে বসেছে বিভিন্ন পণ্যের মেলা। প্রতি বৃহস্পতিবার এ মেলা বসে বলে জানা যায়। জানা যায়, এক বছরের জন্য জায়গা ভাড়া নিয়ে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এ মেলা বসে থাকে। কোনো নিয়ম না মেনে অনুমতি না নিয়ে এই মেলা বসানো হয়েছে। মেলায় নারী-পুরুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এমনভাবে দোকানগুলো করা হয়েছে, দুর্ভাগ্যবশত অগ্নিকাণ্ড ঘটলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন সচেতন মহল।
প্রশাসনের অনুমতি না নিয়ে শুধু জায়গা ভাড়া নিয়ে অবৈধভাবে এ মেলা বসানো হয়েছে। পাশাপাশি পাউবোর জায়গার উপরেও তারা দোকান বসিয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিনা অনুমতিতে মেলা বসানো হলেও সেদিকে কারো নজর নেই।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক লোকজন জানান, বাগাদী চৌরাস্তায় সপ্তাহে একদিন মেলা বসে থাকে। প্রতি বৃহস্পতিবার দুপুরের পর হতে মেলায় নারী-পুরুষের ভিড় দেখা যায়। কোনো রকমে আগুনের ঘটনা ঘটলে বিরাট ক্ষতি হবে। এ ব্যাপারে আমরা প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি।