বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০

ঝুঁকি সত্ত্বেও সাংবাদিকরা সত্য প্রকাশে পিছিয়ে থাকে না
বিমল চৌধুরী ॥

চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সাংবাদিক সমাবেশের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাব উন্নয়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক বান্ধব আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত জেলা, উপজেলা ও পৌর এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ওচমান গনি পাটওয়ারী বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, এই পেশায় দায়িত্বপালন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের জীবনের ঝুঁকির মুখে পড়তে হয়। তারপরও তারা সত্য প্রকাশে পিছিয়ে থাকেন না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সমাজের অসংগতি দূরীকরণে সাংবাদিকদেরকেই এগিয়ে আসতে হবে। সংবাদ প্রকাশ করতে গিয়ে কে কী বলল, তা ভাবলে কিন্তু মানুষ সত্য জানা থেকে বঞ্চিত হবে। এতে করে সমাজ হবে ক্ষতিগ্রস্ত।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা অধ্যক্ষ জালাল চৌধুরী, অধ্যাপক দেলোয়ার আহমেদ, গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, ফারুক আহম্মদ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, খোরশেদ আলমসহ বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক সমাবেশে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন হওয়ায় প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ আমন্ত্রিত অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে সকল সাংবাদিককে প্রীতি উপহার প্রদান করা হয়। প্রীতি উপহার বিতরণ করেন দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজিত সাংবাদিক সমাবেশ ছিল লক্ষণীয়। দিনব্যাপী সাংবাদিক সমাবেশে যোগ দিতে এদিন সকাল সাড়ে ৮টা থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ স্বতঃস্ফূর্তভাবে আসেন।

সাংবাদিক সমাবেশ জুড়েই ছিল উৎসবের আমেজ। তাদের প্রাণের উচ্ছ্বাসে কয়েকশ’ সাংবাদিকের উপস্থিতিতে সাংবাদিক সমাবেশ রূপ নেয় মিলন মেলায়। দিনব্যাপী সাংবাদিক সমাবেশের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সমাবেশ উদ্বোধন করেন সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। আমন্ত্রিত অতিথিসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থল প্রাণবন্ত হয়ে উঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়