প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোঃ মুছা খান ওরফে রনি (২৫) নামে এক লম্পটকে আটক করেছে পুলিশ। গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে ১৪ অক্টোবর শনিবার রাতে এই ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের দুই সন্তানের জনক মোঃ মুছা খান ওরফে রনি (২৫) শনিবার ১৪ অক্টোবর রাতে কৌশলে ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি তার মাকে মুঠোফোনে জানালে তার মা প্রবাসী জামাতাকে ঘটনা জানায়। পরে গৃহবধূর স্বামী তাকে থানার আশ্রয় নিতে বললে গৃহবধূ রাতেই থানায় লিখিত অভিযোগ করেন। পরে থানা পুলিশ ১৪ অক্টোবর শনিবার রাতেই মোঃ মুছা খান ওরফে রনি (২৫)কে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযুক্ত ইতিপূর্বে ২০২০ সালে অনুরূপ একটি ধর্ষণের ঘটনায় কারাভোগ করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, লিখিত অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিক মামলা দায়েরপূর্বক অভিযুক্ত মোঃ মুছা খান ওরফে রনি (২৫)কে তার শ্বশুর বাড়ি (পৌর এলাকার কেরোয়া গ্রাম) থেকে আটক করে রোববার ১৫ অক্টোবর সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।