প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে পালন করার লক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদ, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিকেলে শ্রীশ্রীকালীবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সহ-সংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, হামচর উপজেলা সভাপতি বিবেক লাল মজুমদার, মতলব উত্তরের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণের সভাপতি কিশোর কুমার ঘোষ, ফরিদগঞ্জের উপজেলার আহ্বায়ক লিটন চন্দ্র দাস, হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা, পৌর কমিটির সভাপতি রাধা ক্লান্ত দাস রাজু, কচুয়া উপজেলার সভাপতি ফণী ভূষণ মজুমদার, শাহরাস্তি উপজেলার সভাপতি নিখিল বন্ধু মজুমদার ও সদর উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার।
জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রঞ্জিত সাহা মুন্নার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শ্রী শ্রী গোপাল জিউর আখড়ার সহ-সভাপতি চিররঞ্জন রায়, মৃণাল কান্তি দাস, ব্রজ গোপাল আচার্যী, জুয়েল কান্তি নন্দ, মিনার্ভা ম্যাচের স্বপ্না চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার চল্লিশটি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার বাহিনী রাখতে হবে, জেনারেটর রাখতে হবে ও যেসব মন্দিরে প্রতিমা তৈরি হচ্ছে সেসব মন্দিরে নিজেদের উদ্যোগে স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার জন্যে পাহারা দিতে হবে। যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। উচ্চস্বরে ডিজে ইকো সেট না বাজানোর জন্যে সভাতে বলা হয়েছে।
পূজার সময় অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখাতে হবে। তাদের কোনো রকম অসুবিধা যাতে না হয়, সেদিক লক্ষ্য করে নামাজ ও আজানের সময় সকল প্রকার বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। এছাড়াও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যে নির্দেশনাবলি রয়েছে সেগুলো মেনে চলার জন্য সকল পূজা মণ্ডপের সভাপতি সম্পাদকসহ সকলের প্রতি অনুরোধ জানান।