প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির দেড় যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠন। গতকাল সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। এ সময় তিনি বলেন, এ সংগঠনটি সম্পর্কে আমার পূর্ব থেকেই জানা শোনা রয়েছে। সংগঠনটির সাবেক সভাপতি মরহুর লুৎফুর রহমান পাটওয়ারী ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি ছিলেন বিদ্যুতের ঠিকাদার। ওই সময়ে তিনি কারিগর গড়ার ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করেন। তিনি মানুষের ঘরে ঘরে যান।
মেয়র সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে সারাদেশে বৈদ্যুতিক শর্টসার্কিট একটি আতঙ্কিত নাম। আপনারা হয়তো নিজেরা সচেতন এবং সকলকে সচেতন হয়ে চলার জন্যে সঠিক পরামর্শ দেন বলেই চাঁদপুরে বিদ্যুতিক শর্টসার্কিট বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
তিনি চাঁদপুর পৌরসভার উন্নয়ন কাজ প্রসঙ্গে বলেন, এ পৌরসভার ৭৮টি পোস্টপেইড মিটার ছিলো। এর মধ্যে ৪টি পানির জন্যে রেখে বাকি ৭৪টি মিটার প্রিপেইড করেছি। বিদ্যুতের বাকি সকল দেনা পরিশোধ করে চাঁদপুর পৌরসভা রেকর্ড অর্জন করেছে। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন মাত্র ২২ হাজার টাকা পেয়েছি। দায়িত্ব নেয়ার পর ৩ বছরে ৩২ কোটি টাকা দেনা পরিশোধ করেছি। আমি পৌরবাসীকে দেয়া নির্বাচনী সকল ওয়াদা ইনশাল্লাহ পূরণ করবো। গত ৩ বছরে প্রায় ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। খুব শীঘ্রই নতুন বাজারে ৩ তলা বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজ শুরু করা হবে।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন বিউবো চাঁদপুর-এর নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদ্যুৎ রাষ্ট্রের সম্পদ। এটা রক্ষণা-বেক্ষণের দায়িত্ব সকলের। কেউ যেন বিদ্যুৎ চুরি না করতে পারে, সেদিকে সকলে খেয়াল রাখবেন।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির সাবেক সভাপতি কবির হোসেন।
চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির সাধারণ সম্পাদক এমএ মোতালেব শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও চাঁদপুর বিউবোর ঠিকাদার মোঃ ফারুক পাটওয়ারী।
সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ আলম নয়ন।
এ সময় বিউবো চাঁদপুর সহকারী প্রকৌশলী নেওয়াজ শরীফ, মোঃ মোকতাদিরসহ চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াতের পর সমিতির নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।