প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ ফুটবল ও আন্তঃউপজেলা প্রমীলা ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠেছে মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
গতকাল ২ অক্টোবর সোমবার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির ব্যবস্থাপনায় বৃষ্টিস্নাত খেলায় বিকেলে দুটি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় আন্তঃউপজেলা প্রমীলা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে অংশ নেয় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। খেলায় হাইমচরের সাথে ৩-০ গোলে জয়লাভ করে চাঁদপুর সদর উপজেলা প্রমীলা দল সেমি-ফাইনালে উঠে।
দিনের দ্বিতীয় খেলায় ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে অংশ নেয় একই সংসদীয় আসনের দুই উপজেলা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। অনেকদিন পরে এবারের জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে পরিপূর্ণভাবে দল গঠন করে মাঠে নেমেছিলো মতলব দক্ষিণ উপজেলা।
অপরদিকে মতলব উত্তর উপজেলা জেলার স্থানীয় ফুটবলার ও জাতীয় দলের বয়স ভিত্তিক ফুটবলারসহ বিদেশী ফুটবলার নিয়ে খেলতে নামে মাঠে। রেফারীর শেষ বাঁশি বাজা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলাকে ১-০ গোল হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে মতলব উত্তর উপজেলা।