বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

অবশেষে জিটি রোডের জনদুর্ভোগ লাঘব হলো
স্টাফ রিপোর্টার ॥

গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় ‘জিটি রোড সংস্কার : ঠিকাদারের গাফিলতিতে জনদুর্ভোগ’ নামে একটি নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের ২দিনের মধ্যেই থেমে থাকা কাজ দ্রুত শুরু হলো। এতে জনদুর্ভোগ লাঘব হবে। পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল নিজে উপস্থিত থেকে এই কাজ তদারকি করেন। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার জিটি রোডে ৪০০ ফুট আরসিসি ঢালাই সম্পন্ন হয়।

চলতি বছরের জুলাই মাসে জিটি রোডের ক্ষত-বিক্ষত রাস্তার খবর ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী। পরে এ খবর সোস্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান সরজমিনে এসে ১৩ জুলাই সংস্কার কাজ শুরু করান। এদিকে দিনের পরে দিন চলে যাচ্ছে কাজের কোনো অগ্রগতি হচ্ছে না। এ সংক্রান্ত দুর্ভোগের চিত্রসহ সংবাদ সম্প্রতি চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হওয়ার পর আবার মেয়র হস্তক্ষেপ করেন। মেয়রের হস্তক্ষেপে কাজ আবার শুরু হয়। সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় এলাকাবাসী মেয়র ও কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়েছে।

তবে জিটি রোডের কাউন্সিলর কার্যালয় থেকে মোকসেদুর রহমান গাজী বাড়ি এবং ছৈয়াল বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা ক্ষত-বিক্ষত রয়ে গেছে। সে ভোগান্তি কবে মিটবে স্থানীয়রা সে অপেক্ষায় দিন গুণছেন।

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডঃ মোঃ কবির হোসেন চৌধুরী বলেন, জিটি রোডের চেয়ারম্যানঘাটা থেকে কাউন্সিলর কার্যালয় পর্যন্ত ৪০০ ফুট আরসিসি ঢালাই সম্পন্ন হয়েছে এবং ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ হয়ে গেছে। ইতিমধ্যেই কাউন্সিলর কার্যালয় থেকে ব্রিজ পর্যন্ত কার্পেটিং কাজ শুরু হবে। ব্রিজের মোড় সোজা করে নতুন ব্রিজ নির্মাণ হবে। যার কারণে মানুষের একটু অসুবিধা হচ্ছে, এজন্য আমি আন্তরিক দুঃখিত। তবে টেকনিক্যাল, ব্যাংক কলোনীসহ বিভিন্ন পাড়া-মহল্লার অলি-গলির কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। অচিরেই সংস্কার কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়