বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

নবীর জন্ম নিয়ে আলোচনা করা এবং শোনা উভয়টিই সাওয়াবের কাজ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার দুপুর ১২টায় চাঁদপুর শহরের ফিশারী গেইট সংলগ্ন ইফার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে ৫টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২৫০ জন অংশ নেন। প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সে নবীর জন্ম নিয়ে আলোচনা করা এবং শোনা উভয়টিই সাওয়াবের কাজ। শিক্ষাজীবনে নবীজির আলোচনা যত বেশি শুনতাম, ততবেশি তৃপ্তি পেতাম। নবী মুহাম্মদ (সাঃ) হলেন সব বয়সীদের মডেল। তিনি আরো বলেন, নবীজির জন্মদিন নিয়ে শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এটা একটা বড় আনন্দের বিষয়। পুরস্কার কে পেলাম কে পেলাম না সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কিছু সময় নবীকে নিয়ে ছিলে। যিনি পৃথিবীর সকল মানুষের সেরা মানুষ, আমাদের নবী মুহাম্মদ (সাঃ)।

ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক পীরজাদা মাওঃ জোবায়ের আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।

আলোচনা পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোঃ মাইনুদ্দিন। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানে মিলাদণ্ডকিয়াম পরিচালনা করেন চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার ছাত্র মাহবুব আলম। উপস্থিত ছিলেন লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, ফিল্ড সুপারভাইজার মোঃ জাহিদুল হকসহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়