প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ ও আন্তঃউপজেলা প্রমীলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের খেলা।
১ অক্টোবর রোববার বিকেলে ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় চাঁদপুর সদর উপজেলা হাইমচর উপজেলার ফুটবল দলের সাথে ৪-১ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠে।
খেলার প্রথমার্ধে চাঁদপুর সদরের বিদেশী ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় বেনজামামার গোলে ১-০ তে এগিয়ে থাকে চাঁদপুর সদর। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে হাইমচর উপজেলা দলের ফুটবলার ডুন্মু ১ গোল করে হাইমচর উপজেলাকে সমতায় ফিরিয়ে আনেন। এরপরই চাঁদপুর সদরের পক্ষে ৯নং জার্সি পরিহিত সৌনিক ১টি ও ১১ নং জার্সি পরিহিত রাব্বি দুটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় ৪-১ গোলে।
অপরদিকে আন্তঃউপজেলা প্রমীলা ফুটবল দলের খেলায় অংশ নেয় শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার দল। খেলায় হাজীগঞ্জের সাথে শাহরাস্তি উপজেলা প্রমীলা দলটি ৫-০ গোলে জয়লাভ করে। শাহরাস্তির পক্ষে হ্যাটট্রিক করেন জেসমিন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির আয়োজনে আজ সোমবার দুপুর আড়াইটায় প্রমীলা ফুটবলে অংশ নেবে চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলা ফুটবল দল। বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করবে মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা ফুটবল দল।