প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুরের পুরানো নৃত্য সংগঠন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের গৌরবের তিন যুগপূর্তি উৎসব-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে চলে রাত পর্যন্ত।
সান্ধ্যকালীন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, মানুষ জন্মগতভাবেই কর্মশিল্পী। কেউ নৃত্যশিল্পী, কেউ কণ্ঠশিল্পী। কিন্তু আমরা জীবনের বাস্তবতা নিয়ে চলতে গিয়ে হয়তো সেগুলোকে হারিয়ে ফেলি। নিজ নিজ কর্মের মাধ্যমে সংস্কৃতি চর্চাকে অব্যাহত রাখলে সকল প্রতিভা-ই বেঁচে থাকবে। এমন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বার বার ফিরে আসুক বাংলার আবহমান সংস্কৃতি।
তিনি আরো বলেন, সপ্তরূপা নৃত্য শিক্ষালয় একটি চমৎকার নামকরণকৃত সংগঠন। এই নাম অনেক অর্থ বহন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রসিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল কালাম প্রমুখ।
সংগঠনের তিন যুগপূর্তি উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক কণ্ঠশিল্পী মৃণাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বরলিপি নাট্য গোষ্ঠীর সভাপতি এমআর ইসলাম বাবুসহ অন্যরা।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংগঠনের প্রাক্তন সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। সবশেষে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের নৃত্যশিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান।
বিকেল ৪টায় তিন যুগপূর্তির উদ্বোধনী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে চাঁদপুর শহরে র্যালি বের হয়।