প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী কল্যাণ সমিতির আয়োজনে বিভিন্ন গ্রুপে হামদণ্ডনাত ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ সেপ্টেম্বর বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিষ্ণুদী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডঃ শেখ মোঃ জহিরুল ইসলাম।
বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমএ খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুদী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও সাংবাদিক শওকত করিম।
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ ওমর ফারুক। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন আবু বকর সিদ্দিক।
প্রথম পর্বে হামদণ্ডনাত প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আগামী ৭ অক্টোবর শনিবার সকাল ৯টায় খণ্ডবিভাগ : ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণী : রচনা প্রতিযোগিতা (শব্দসীমা ৫০০) বিষয় : শিশুদের প্রতি মহানবী (সাঃ)-এর ভালোবাসা; গ-বিভাগ : ৭ম থেকে ৮ম শ্রেণী : রচনা প্রতিযোগিতা (শব্দসীমা ৮০০) বিষয় : প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ); ঘ-বিভাগ : ৯ম থেকে ১০ শ্রেণী রচনা প্রতিযোগিতা (শব্দসীমা ১০০০) বিষয় : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর গুরুত্ব ও তাৎপর্য এবং ১৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।