বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

দেশী-বিদেশী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠন।

গতকাল শনিবার বিকেলে জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, সদর থানা মৎস্যজীবী লীগ নেতা শাহ আলম মল্লিক।

এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি শান্তিপ্রিয় দল। আওয়ামী লীগ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনির ক্ষতি দেশী-বিদেশী কোনো ষড়যন্ত্রই করতে পারবে না। কেউ যদি তাঁদের ক্ষতি করতে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনির সৈনিকেরা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে। নির্বাচন সন্নিকটে আসলে এমন ষড়যন্ত্র সবসময় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়