বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ আসন থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমার ভিশন ছিলো বালিথুবা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়নে কাজ করবো। গত প্রায় ৫ বছরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এবং আমাদের নিজের হাতে গড়া বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তির সন্নিবেশ ঘটাতে সক্ষম হয়েছি। এখন দায়িত্ব শিক্ষার্থীদের। তারা তাদের কৃতিত্বে এই উন্নয়নের স্বীকৃতি দেবে আশা করি। আমার বিশ্বাস, মেধাবী শিক্ষার্থীরা সেই ফলাফল অর্জন করবে। আমার ভিশনের ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। বাকি ২০ ভাগসহ অন্য কাজগুলো করতে হলে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। একইভাবে ফরিদগঞ্জ আসন থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণেই সড়কের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা পেয়ে অবহেলিত লোকজন সহযোগিতা পাচ্ছে, গ্রামের দরিদ্র জনগোষ্ঠী ভিজিএফ, ভিজিডি, টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্য সুবিধা পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছি। সেই যাত্রা নিশ্চিতে নৌকা মার্কাই ভরসা।

৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা আঃ হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নূতন ভবন এবং পূর্ব বালিথুবা থেকে গাজীপুর বাজার পর্যন্ত নতুন সড়কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মজুমদারের সভাপতিত্বে ও অ্যাডঃ কামরুজ্জামান রোমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মুজমদার, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, ওসি সাইদুল ইসলাম, গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাচ্চুম, যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, বর্তমান যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়