প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমাদের দেশের অর্ধেক নারী। এই নারীরাই আমাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। ফলে আজ দেশের প্রতিটি সেক্টরে নারীদের জয়জয়কার। লেখাপড়া থেকে শুরু করে চাকুরিতেও নারী ক্রমশ এগিয়ে যাচ্ছে। আজকে পোশাক শিল্পে যেই বিল্পব ঘটেছে, তার মূলে নারীরা। তাদের শ্রমের ফসল বিদেশের বাজারে আমাদের গামের্ন্টস শিল্প ভালো করছে। সরকার নারীদের জন্যে মাতৃত্বকালীন, শিক্ষার্থীদের জন্যে শিক্ষা ভাতা, বিধবা ও বয়স্কসহ বিভিন্ন ভাতা চালু করেছেন। এজন্যে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ একমাত্র আওয়ামী লীগই উন্নয়নে বিশ্বাসী রাজনৈতিক দল। আপনারা কারো কথায় কান দিবেন না। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা মার্কাই জয়ী হবে, এটা নিশ্চিত।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগমের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শরীফ খান, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী প্রমুখ।