বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

হত্যা মামলার ফেরারি আসামীর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ক্রোক
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর আদালতের নির্দেশে হত্যা মামলার ফেরারি আসামী মোঃ আবু বক্কর সিদ্দিকের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ক্রোক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে আসামীর চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের ব্যবসায় প্রতিষ্ঠান পিয়াম সুজ স্টোরের মালামাল ক্রোক করে থানার এসআই মোঃ হুমায়ুন।

জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর চাঁদপুর আদালতে একটি হত্যা মামলায় চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকার দীনুল ইসলাম দুলালের ছেলে আবু বক্কর সিদ্দিককে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং : ৩০২/৩৪। ওই মামলায় আসামী আবু বকর সিদ্দিক আদালতে হাজির না হওয়ায় আদালত তাকে ফেরারি ঘোষণা করেন। পাশাপাশি তার ব্যবসায়িক মালামাল ক্রোক করার জন্যে চাঁদপুর মডেল থানাকে নির্দেশ দেন।

এসআই মোঃ হুমায়ুন বলেন, আদালতের নির্দেশ মোতাবেক হত্যা মামলার ফেরারি আসামী আবু বক্কর সিদ্দিকের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ক্রোক করেন। কিন্তু এসব মালামাল থানায় নিয়ে আসার এবং সেগুলো নিরাপত্তার কথা চিন্তা করে ওইসব মালামাল জব্দ করে তার দোকানে তালা লাগিয়ে দেয়া হয়েছে। একই সাথে দোকানের লোকজনকে বলেছি, যত দ্রুত সম্ভব সে যেনো আদালতে নিজেকে সশরীরে উপস্থিত করেন। এর বাইরে যদি তারা ওই দোকান খুলে ব্যবসা পরিচালনা করেন তাহলে আমরা তার দোকানের সমস্ত মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসবো। তিনি আরো বলেন, আসামীর দোকানের মালামাল জব্দ করার বিষয়টি আমরা আদালতকে অবহিত করবো।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম বলেন, আদালতের নোটিসের নির্দেশনায় এসআই হুমায়ুনকে দোকানের মালামাল ক্রোক করার জন্যে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সেখানে গিয়েছেন। তারপরে কী হয়েছে এখনো সেই বিষয়ে তার সঙ্গে আমার কথা হয়নি। আমি তার সাথে কথা বলে বাকি বিষয়ে জানাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়