প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মতলব উত্তরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভা ও লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাডঃ নূরুল আমিন রুহুল শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভা করেন মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের কার্যালয়ে সামনে, ছেঙ্গারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ের (সিএনজি স্ট্যান্ড) সামনে, বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে। এছাড়া তিনি সকালে মতলব দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় অংশগ্রহণ করেন।
এ সময় নূরুল আমিন রুহুল এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যেই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ায় নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বার বার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সদস্য কাজী হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর নবী খান প্রমুখ।