প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেছেন, শুদ্ধ সংস্কৃতি চর্চায় মৃদঙ্গ এগিয়ে আছে। কেননা বর্তমানের ভার্চুয়াল জগতে আমাদের যুবসমাজের একটা বড় অংশ বিপথে ধাবিত হচ্ছে। তাই এই যুবসমাজকে সুন্দর ও সংস্কৃতির আলোর মধ্যে আনতে আমাদের একটা বড় চ্যালেঞ্জ সামনে রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় মৃদঙ্গ এগিয়ে যাচ্ছে এবং তাদের পাশে আমরা সবাই থাকবো।
গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার জেলা শিল্পকলা একাডেমীতে যন্ত্র সংগীত শিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘মৃদঙ্গ’ আয়োজিত গীটার সন্ধ্যার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর অসিত বরণ দাশ আরও বলেন, আবহমান বাংলার বাদ্যযন্ত্র মানুষকে সুরে মাতিয়েছে, আজও মাতিয়ে রাখে। এসব যন্ত্র সংগীতের সুর যেন আমাদের নিয়ে যায় অন্য ভুবনে। সেসব বাদ্যযন্ত্র আজকের বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্পদ, ভবিষ্যতের গর্ব। এমন গর্বের ধন যাদের হাতের ছোঁয়ায় অনুরণন তোলে তারা আনন্দ সম্মিলনে একত্রিত। আমার পক্ষ থেকে মৃদঙ্গ-এর জন্য অনেক অনেক শুভকামনা।
অনুষ্ঠানে মৃদঙ্গ চাঁদপুরের সভাপতি তপতী করের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য রূপালী চম্পক ও সংগীত শিল্পী সাধনা সরকার অনু।
সঞ্চালক এমআর ইসলাম বাবুর উপস্থাপনায় গীটারে একের পর এক গানের সুর তুলে সবাইকে মাতিয়ে রাখেন শিল্পী প্রীতম দত্ত, তিথী ভট্টাচার্য, প্রদীপ দাস, সাফানা নামরীন হোসেন মেধা, দীপা রায় চৈতী ও ধ্রুব দেবনাথ। অনুষ্ঠান প্রসঙ্গে ‘মৃদঙ্গ’ চাঁদপুরের প্রতিষ্ঠাতা পরিমল দাস বলেন, আমি হাইওয়ান গীটারকে এগিয়ে নিতে ২০১৮ সালে ‘মৃদঙ্গ’ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেকবারই আমরা গীটার সন্ধ্যা করে থাকি। এখন এই সংগঠনে অনেকেই আছে। আমরা শুদ্ধ সংস্কৃতি চর্চায় মৃদঙ্গকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতাসহ পাশে চাই।
আলোচনায় মৃদঙ্গ চাঁদপুরের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার মুক্তা স্বাগত বক্তব্য রাখেন। চাঁদপুর ড্রামার নাট্যশিল্পী একে আজাদ, সহ-সভাপতি ফারুক ভূঁইয়া, গণসংঙ্গীত শিল্পী মনোজ আচার্যী, অ্যাডভোকেট আব্দুল কালাম সরকারসহ অন্য অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।