বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কচুয়া-গৌরিপুর সড়কের বেহাল দশা
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত হয়ে এই সড়কের বেহাল দশা সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিনই বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, পণ্যবাহী যানবাহন, মোটরসাইকেল চলাচল করছে। সড়কে প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়ে বিকল হয়ে যানবাহন পড়ে থাকতে দেখা যায়। এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, কচুয়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলের অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কটির সাচার এলাকার সাজিরপাড় থেকে কচুয়া পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশে পিচ উঠে বিশাল গর্ত সৃষ্টি হয়ে কোনো কোনো জায়গায় পাশের অংশ ভেঙ্গে যাচ্ছে। রাস্তাটির আকানিয়া, দোয়াটি, পালাখাল কলেজ রোড এলাকা, উত্তর পালাখাল মোড়ে রাস্তার পিচ উঠে বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে খানাখন্দক সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, মাঝে মধ্যে সংস্কার করলেও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা সঠিকভাবে তদারকি না করায় সংস্কার কাজ শেষ না হতেই পুনরায় পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে সড়কটি ক্রমেই জনদুভোর্গের কারণ হয়ে পড়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় দুর্ঘটনা ঘটছে হরহামেশা। সঠিকভাবে সংস্কার না করায় রাস্তার মধ্যখানের অংশে পিচ উঠে, ফেটে গিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হতে চলছে। কয়েক বছর পূর্বে রাস্তাটির কাজ করলেও নিন্মমানের কাঁচামাল ব্যবহারের কারণে জনগুরুত্বপূর্ণ সড়কটি টেকসই হচ্ছে না।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ সড়কের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, সড়ক ভেঙ্গে গেলে রিফিয়ারিং করা আমাদের রুটিন কাজ। অসময়ে বৃষ্টি হয়ে সড়কে পানি জমে রাস্তায় গর্ত সৃষ্টি হয়। রাস্তাটির টেন্ডার শেষ হয়ে ইভালুয়েশন স¤পন্ন হলে আগামী ১ মাসের মধ্যে কাজ শুরু হবে।

অচিরেই সড়কটি সংস্কার করে যান ও জন চলাচলের উপযোগী করতে যথাযথ কর্তৃকপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়