প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও মৌলি মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলার রোমান। এ সময় তিনি বলেন, বাদশা আলমগীরের মতো আমাদেরকেও শিক্ষকদের মর্যাদা সম্পর্কে জানতে হবে। শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখা নৈতিক শিক্ষার পরিচয় বহন করে। শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও শিক্ষকদের বিষয়ে সবসময় পজিটিভ থাকতে হবে। কারণ, একজন শিক্ষকই পারে তার প্রিয় ছাত্রকে আদর শাসন এবং যত্নের মাধ্যমে লেখাপড়া শিখিয়ে অভিভাবকদের মনের আশা পূরণ করতে। একই সাথে যারা শিক্ষক রয়েছেন, তাদেরও দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। এটিকে যারা শুধু চাকুরি হিসেবে ভাবেন, তারা ভুল ভাবছেন। শিক্ষকতার মতো মহান পেশা পৃথিবীতে আর একটিও নেই। বর্তমান সরকার শিক্ষাকে আরো যুগোপযোগী করতে নানাভাবে চেষ্টা করছে। তথাকথিত জিপিএ-৫-এর পিছনে ছোটা বন্ধ করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। আমাদের মনে রাখতে হবে এখনকার শিক্ষার্থীরাও প্রযুক্তি বিষয়ে ভাল জ্ঞান রাখেন। তাই আমাদের শিক্ষকদেরও তাদের লেখাপড়া শেখাতে তাদের মতো করে তৈরি হতে হবে। আমরা এমন একটি জাতি চাই, যেখানে কোনো বেকার থাকবে না। সবাই লেখাপড়া শেষে নিজ নিজ অবস্থান থেকে আয়বর্ধক কাজে নিয়োজিত হবে।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন তালুকদার, রামদাসেরবাগ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ। সভায় আগামী ৫ অক্টোবর শিক্ষক দিবস পালনকল্পে ব্যাপক পরিকল্পনা করা হয়।