প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
‘থাকিবে যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর মিলনমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে একঝাঁক প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সালাউদ্দিন মিয়ার পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহমেদ, মিজানুর রহমান, শফিকুর রহমান বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার খান, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উদযাপন রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল কাদির খান, চান্দ্রা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আহছান হাবীব নেভী প্রমুখ।
প্রাণবন্তভাবে উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কমিটি ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করছেন প্রস্তুতিমূলক সভায় বক্তারা।
উল্লেখ্য, ১৯৩৯ খ্রিস্টাব্দে স্থাপিত সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিকের গণ্ডি পেরিয়ে দেশ-বিদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধার পরিচয় দিয়ে শিক্ষা লাভ করে। মহান স্বাধীনতা যুদ্ধে দায়িত্বপালনসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ স্থানে সুনামের সাথে কাজ করেছে ও করছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।