বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কোনো মাদক কারবারির রেহাই নেই, বাঁচতে হলে এ পথ থেকে ফিরে আসতে হবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

মাদকসেবি, মাদক কারবারির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (সেবা)। ছোট বড় কোনো মাদক ব্যবসায়ীর ছাড় নেই। পুলিশের জালে তাকে ধরা পড়তেই হবে। বাঁচতে হলে তাকে এ পথ থেকে ফিরে আসতে হবে। পুলিশ সুপার এভাবেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন।

চাঁদপুর কণ্ঠসহ আরো কিছু পত্রিকায় গত কদিন যাবত চাঁদপুরে মাদকের বিস্তার নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদে চাঁদপুরের বেশ কজন মাদকের ডিলারের নাম ও তাদের অবস্থান প্রকাশ হয়। নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় মাদকের বিরুদ্ধে পুলিশের বিরামহীন অভিযান। সাফল্যও পায় পুলিশ। গত বুধবার চাঁদপুর সদরের হরিণাঘাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিচ ইয়াবাসহ চারজনকে আটক করে সদর মডেল থানা পুলিশ। আটক চারজনই কক্সবাজার জেলার টেকনাফ এলাকার।

এরপর শুক্রবার ভোর রাতে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় অভিযান চালায় মডেল থানা পুলিশ। এই অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলায়।

মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান এবং সফল অভিযানের বিষয়ে কথা হয় চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সাথে। তিনি জানান, আমাদের কাছে পুরো জেলার ছোট-বড় সব ধরনের মাদক কারবারি চিহ্নিত হয়ে গেছে। তারা আটক হওয়া এখন শুধু সময়ের ব্যাপারমাত্র। কোনো মাদক কারবারি রেহাই পাবে না। বাঁচতে হলে তাদেরকে এ পথ থেকে ফিরে আসতে হবে। চাঁদপুর থেকে আমরা মাদক নির্মূল করে ছাড়বোই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়