প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর থেকে মাদক উৎখাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সদর মডেল থানা পুলিশের অভিযানে এবার ১০ হাজার পিচ ইয়াবাসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। এই মাদক কারবারি বড়-সিমেন্টের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। অবশেষে পুলিশের জালে সে আটকা পড়লো। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ভোরে চাঁদপুর শহরের বাবুরহাট জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সাদিকুর রহমান রনি হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।
জানা যায়, চাঁদপুর শহরের বাবুরহাট মোড়ে জমজম সুইটসের সামনে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলমের নেতৃত্বে শুক্রবার ভোর সাড়ে তিনটা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আরো ছিলেন চাঁদপুর সদর মডেল থানার চৌকষ অফিসার এসআই মোঃ কামাল উদ্দিন ও এএসআই মোঃ সাইফুলসহ সঙ্গীয় ফোর্স। ভোর সোয়া চারটার দিকে জমজম সুইটসের সামনে পুলিশ সফিকুর রহমান রনিকে চ্যালেঞ্জ করে। এ সময় তার হাতে থাকা হলুদ রঙের শপিং ব্যাগে রক্ষিত ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এরপর তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম বলেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের নির্দেশ হচ্ছে, মাদকের সাথে আমাদের কোনো আপস নেই, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ওসি আরো জানান, আটক রনি হাজীগঞ্জে বড় সিমেন্টের ব্যবসা করে। এই ব্যবসার আড়ালে সে মাদক ব্যবসা করে আসছিল। সে হোয়াইট কালার মাদক কারবারি।