বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

জেলাতে বঙ্গমাতায় ফরিদগঞ্জের সাছিয়াখালী ও বঙ্গবন্ধুতে সদরের কুমুরুয়া সপ্রাবি চ্যাম্পিয়ন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলাতে বঙ্গমাতায় ফরিদগঞ্জের সাছিয়াখালী হোসেন আলী সপ্রাবি ও বঙ্গবন্ধুতে চাঁদপুর সদরের কুমুরুয়া সপ্রাবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (সেবা)। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন।

শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশনেন মতলব দক্ষিণের বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ফরিদগঞ্জের সাছিয়াখালী হোসেন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল। মতলব দক্ষিণের সাথে ফরিদগঞ্জের দলটি ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দিনের দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চাঁদপুর সদরের কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল। খেলায় চাঁদপুর সদরের দলটির সাথে ৫-১ গোলে হেরে যায় হাজীগঞ্জের দলটি। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে চাঁদপুরের দলটি। খেলার দ্বিতীয়ার্ধ্বে বৃষ্টি ভেজা মাঠে চাঁদপুর সদরের দলটি উপস্থিত ক্রীড়ামোদী দর্শকদের খুব সুন্দর খেলা উপহার দেয়। রেফারীর শেষ বাঁশি পর্যন্ত চাঁদপুর দলটি একটি গোল হজম করলেও খেলার দ্বিতীয়ার্ধে আরো চারটি গোল দিয়ে হাজীগঞ্জের দলটির সাথে ৫-১ গোলে জয়লাভ করে মাঠ ছাড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়