প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর পৌর, সদর ও হাইমচর উপজেলার আয়োজনে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের হলরুমে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি বলেন, আজকে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। একটি ছোট কাগজে নিজের নাম লিখে টাকা দিয়ে যুবলীগের সদস্য হচ্ছেন এটা বড় কথা। শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তাঁর বড় ছেলে আজকে যুবলীগের নেতৃত্ব দিচ্ছেন। যুবলীগের নেতৃত্ব আমরা দেখেছি। কীভাবে যুবলীগ বিএনপি-জামায়াত অপশক্তিকে রুখতে সকাল থেকে রাত অবদি কাজ করে। আমার প্রত্যাশা তারা সেই ভয়াল দিনগুলোর কথা আর আওয়ামী লীগের উন্নয়নের কথা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেবে। চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় যুবলীগ নৌকার বিজয় নিশ্চিত করবে এমনটা প্রত্যাশা করছি। চাঁদপুরে যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল সংগঠন সুসংগঠিত রয়েছে। তিনি যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে বলেন, নেতিবাচকতা পরিহার করুন। রাজনীতিতে নেতিবাচকতা মানায় না। ইতিবাচকতায় ফিরে আসুন। চাঁদপুর-৩ আসনের সকল ভোটার আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে বলেই চাঁদপুরে উন্নয়ন করার সুযোগ পেয়েছি। যারা এই ১৫ বছরের ধারাবাহিক উন্নয়নকে খাটো করে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, দলকে খাটো করতে গিয়ে আপনারা নিজেরা যে খাটো হয়ে যাচ্ছেন সেটা একবার ভাবুন। তিনি বলেন, আমরা যুবলীগে নতুন সদস্য নেবো। তবে যেনো সন্ত্রাসী, মাদকসেবী, রাজাকারের সন্তান, যুদ্ধাপরাধীর সন্তানেরা যাতে যুবলীগের সদস্য না হতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। নৌকা সঠিক পথে আছে, নৌকা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, দিয়েছে সোনার বাংলা। আমরা নৌকার বিজয় নিশ্চিত করে আবারো দেশের উন্নয়ন করবো। চাঁদপুরে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ।
সভায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডঃ কবির চৌধুরী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল ও ১২নং ওয়ার্ড যুবলীগের সোহাগ।