প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর মাল্টি-পার্টি এডভোকেসী ফোরাম (ম্যাফ)-এর সাংগঠনিক স্থায়িত্বশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত বুধবার একটি চাইনিজ রেস্টুরেন্টে ইউএসএআইডি-এর সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালিত ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যাডস্কেপ’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম চাঁদপুরের সভাপতি মুনির চৌধুরী; জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশানা বিষয়ক সম্পাদক, মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম চাঁদপুরের সাধারণ সম্পাদক আবু নাছের পাটোয়ারী বাচ্চ্,ু কুমিল্লা অঞ্চলের রিজিওনাল অফিসার আবুল বাসার ও সহকারী প্রোগ্রাম অফিসার শামীমা বেগম।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্থানীয় সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান, রাজনৈতিক নেতৃত্বের উপর জনগণের আস্থা বৃদ্ধি এবং সর্বোপরি রাজনৈতিক সম্প্রীতির উন্নয়নে কাজ করছে।
প্রশিক্ষণটিতে ম্যাফের সাংগঠনিক কার্যক্রমকে কীভাবে স্থায়ী এবং জনগণের সমস্যাসমূহ আরো কার্যকরভাবে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করে সমাধান করা যায় এই বিষয়গুলোর উপর গুরুত্ব প্রদান করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ম্যাফের সহ-সভাপতি অ্যাডঃ মুনিরা চৌধুরী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ম্যাপের সহ-সভাপতি অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ম্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ম্যাফের কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ম্যাফের দপ্তর সম্পাদক নাহিদা রহমান সেতু, হাজীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ম্যাফের সদস্য শিউলী মজুমদার, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ম্যাফের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি ম্যাফের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ উল আলম রনি, জাতীয় ছাত্রসমাজ চাঁদপুর জেলার আহ্বায়ক ম্যাফের প্রচার সম্পাদক মোঃ শরীফুল ইসলাম পাটওয়ারী ও জেলা জাতীয় মহিলা নেত্রী ম্যাফ সহ সাংগঠনিক সম্পাদক শাহিন স্বপ্না, তারুণ্য অগ্রদ্রুতের সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজে ডিভেট মুভমেন্টের আহ্বায়ক ম্যাফের সহকারী দপ্তর সম্পাদক ভিভিয়ান ঘোষ, ফাউন্ডার সবাই মিলি চাঁদপুর, ম্যাফের সদস্য তানিয়া ইসলামসহ আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টিসহ ম্যাফের সদস্যবৃন্দ।