বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই শান্তিতে থাকতে পারছি
বাবুল মুফতি ॥

চাঁদপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএম কুদ্দুস ৩৩টি দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা তৈরির জন্যে অর্থ অনুদান দিয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর সকালে মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া গোপাল মাস্টারের বাড়ি প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএম কুদ্দুস। এ সময় তিনি উপজেলার ৩৩টি দুর্গাপূজা মণ্ডপে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ অনুদান দেন। অনুদান পেয়ে প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আনন্দ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা দিয়েছিলেন। যেখানে আমরা বাঙালি জাতি- কে মুসলিম, কে হিন্দু, কে অন্য ধর্মের তা ভেদাভেদ থাকবে না। আমরা যার যার মত করে যার ধর্ম পালন করবো এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কিন্তু একাত্তরের ঘাতক রাজাকারেরা তা চায়নি। তারা চায়নি দেশের উন্নয়ন হোক, বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। তাই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেন। আর তাই আমরা পেয়েছি ডিজিটাল দেশ আর অসাম্প্রদায়িক জাতি। তাই হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তি মতো পালন করতে পারছে।

তিনি বলেন, একসময় বাংলাদেশের হিন্দুরা পূজা উদযাপন করতে পারতো না। নানাভাবে তাদেরকে ক্ষতি করা হতো। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষই শান্তি মতো ধর্ম পালন করতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই শান্তিতে থাকতে পারছি। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই আমাদের শান্তি অব্যাহত থাকবে ও স্মার্ট বাংলাদেশ পাবো। তিনি আগামী নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝন্টু মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাঢ়ৈ-এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য বিজয় কুমার ঘোষ, মতলব উত্তর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম রায়, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন গোপাল চন্দ্র দাস। এছাড়া উপজেলা ৩৩টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উন্মুক্ত বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়