প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় সদর মডেল থানা পুলিশের অভিযানে ঐ এলাকার মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত কামরুন্নেছা ওরফে লেংড়িকে গাঁজাসহ আটক করা হয়েছে। জানা যায়, দৈনিক চাঁদপুর কণ্ঠে গত ১৮ সেপ্টেম্বর প্রথম পৃষ্ঠায় চাঁদপুর শহরের মাদক সিন্ডিকেট বড় স্টেশন এলাকা থেকে নিয়ন্ত্রণ করা হয় এমন সংবাদ প্রকাশের পর চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমণ্ডএর নির্দেশে এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে মডেল থানা পুলিশ বড় স্টেশন এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫শ’ গ্রাম গাঁজাসহ কামরুন্নেছা ওরফে লেংড়ি (৪৩)কে আটক করে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে শহরের কয়লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করলে আটক কামরুন্নেছা ওরফে লেংড়ির বসতঘরের সামনে থেকে আধা কেজি গাঁজাসহ চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ জাকির হোসেন তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত নারী কামরুন্নেছা ওরফে লেংড়ি শহরের কয়লাঘাট এলাকার শুক্কুর আলী ভূঁইয়ার স্ত্রী।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ জাকির হোসেন জানান, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের নির্দেশে কয়লাঘাট এলাকার বস্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদক কেনা-বেচা করার সময় কামরুন্নেছা ওরফে লেংড়িকে ৫শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার বসতঘরের সামনে ডান হাতে আকাশী রংয়ের ব্যাগ থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, আটক নারীর বিরুদ্ধে একধিক মামলা রয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।