বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় গ্রাম পুলিশ আটক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৩২) নামে এক গ্রাম পুলিশকে আটক করা হয়েছে। আটককৃত গ্রাম পুুলিশ ইমাম হোসেন বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদে কর্মরত। সোমবার ১৮ সেপ্টেম্বর রাতে অভিযুক্তকে আটকের পর মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারকের কাছে অপরাধ স্বীকার করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনা নিশ্চিত করেছে।

মামলা সূত্রে জানা যায়, বালিথুবা পূর্ব ইউনিয়নের মুলপাড়া গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধীকে গত ১৬ সেপ্টেম্বর গ্রাম পুলিশ ইমাম হোসেন জোরপূর্বক ধর্ষণ করে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঘটনার শিকার ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রাতে থানা পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ ইমাম হোসেনকে আটক করে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুর আদালতে অভিযুক্তকে প্রেরণ করে পুলিশ। বিজ্ঞ বিচারকের কাছে অভিযুক্ত গ্রাম পুলিশ অপরাধ স্বীকার করে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করে।

বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুন অর রশিদ জানান, অভিযুক্ত ইমাম হোসেন আমার ইউনিয়ন পরিষদের আওতাধীন ১নং ওয়ার্ডে কর্মরত আছে। ঘটনার বিষয়ে আমি অবগত হওয়ার পর অভিযুক্তকে আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছি।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল মামলা, অভিযুক্তের অপরাধ শিকার এবং ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়