প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার বলেছেন, ছেংগারচর পৌরসভা একটি অবহেলিত পৌরসভা ছিলো। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা করছি সঠিকভাবে নাগরিক সেবা নিশ্চিত করতে। এই পৌর এলাকায় মাদক কারবারি থাকতে পারবে না। পৌরসভার কোনো কাজে অনিয়ম দুর্নীতি চলবে না। এ পৌরসভা হবে দুর্নীতিমুক্ত ও স্মার্ট পৌরসভা। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ছেংগারচর পৌরসভা অডিটোরিয়াম জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি কোনো কাজ থেকে একটি পয়সাও পার্সেন্টিজ নিবো না। সিডিউল অনুযায়ী কাজ করতে হবে। এজন্যে পৌরবাসী আপনারা আমার পাশে থাকবেন। কারণ পৌরসভার সকল কাজে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া উন্নয়ন করা সম্ভব না। পৌরসভার উন্নয়নের জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এগুলো বাস্তবায়ন হলে পৌরবাসী আর অবহেলিত থাকবে না।
ছেংগারচর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর শাহজালাল মোল্লার সঞ্চালয়নায় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছালমা বেগম, নূরুন্নাহার, আকলিমা বেগম, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও সাবেক সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি, ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারী, আমান উল্লাহ সরকার, আনোয়ার হোসেন, সবুজ মিয়া, লায়ন জাহাঙ্গীর আলম, বোরহান উদ্দিন, হারিছ খান, শাহজালাল মুফতি, ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর।
আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মুফতি, পৌর যুবলীগ নেতা শাহিন মাস্টার, মিল্টন সরকার, যুব সংহতির সভাপতি নূরুল হুদা, ছেংগারচর ডিগ্রি কলেজে ছাত্রলীগ নেতা মোঃ সিয়াম হোসেন প্রমুখ।
এর আগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ছেংগারচর পৌরসভা থেকে বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।